মালগাড়ির ধাক্কায় ১৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকগ্রস্ত গোটা দেশ। শ্রমিকদের মৃত্যুতে স্তম্ভিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, ‘মালগাড়ির ধাক্কায় শ্রমিক ভাইদের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ।’ মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্রের জালনা থেকে ভুষাবল যাচ্ছিলেন ২০ জন শ্রমিক। লকডাউনে ট্রেন বন্ধ ভেবে পথে রেললাইনের ওপরেই শুয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। একটি মালগাড়ি ১৫ জন ঘুমন্ত শ্রমিককে পিষে দিয়ে চলে যায়। ঔরঙ্গাবাদের কর্মাদ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রেল লাইনে শুয়ে ছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা। তাঁরা ছত্তীসগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে শোকগ্রস্ত রাহুল গান্ধী। মৃত শ্রমিকদের ভাই বলে সম্বোধন করে টুইট করেন রাহুল। তিনি লেখেন, ‘মালগাড়ির ধাক্কায় আমার শ্রমিক ভাইদের মৃত্যুর খবরে শোকস্তব্ধ। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।’
পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আচরণ মোটেই অভিপ্রেত নয় বলে দাবি রাহুলের। কেন্দ্রকে বিঁধে টুইটে রাহুল লেখেন, ‘দেশ তৈরির কারিগরদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাতে লজ্জা হওয়া উচিত।’
Be the first to comment