‘প্রধানমন্ত্রী কেন এখনও চুপ? কেন লুকিয়ে আছেন?’ লাদাখ নিয়ে মোদীকে বিঁধলেন রাহুল

Spread the love

লাদাখে চিনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত ও চিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও নমো কেন এখনও নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার সাতসকালে ট্যুইটে রাহুল লেখেন, ‘কেন প্রধানমন্ত্রী চুপ করে আছেন? কেন তিনি লুকোচ্ছেন? যথেষ্ট হয়েছে। কী হয়েছিল, তা আমাদের জানা প্রয়োজন। চিন আমাদের সৈনিকদের মারার সাহস পায় কী করে? ওরা আমাদের জমি নেওয়ার সাহস পায় কী করে?’

পরে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়োও পোস্ট করেন রাগা। প্রধানমন্ত্রীর কাছে সত্যিটা সবাইকে জানানোর আবেদন করে ভিডিয়োয় রাহুল বলেছেন, ‘দু দিন আগে ভারত ২০ জন সৈনিককে হারিয়েছে। তাঁদের পরিবারের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। চিন আমাদের জমি দখল করে আমাদের ভূখণ্ডে চলে এসেছে। প্রধানমন্ত্রীজি আপনি কেন চুপ করে আছেন? কোথায় লুকিয়ে আছেন? আপনি বেরিয়ে আসুন। গোটা দেশ আপনার পাশে আছে। আমরা সবাই আপনার সঙ্গে আছি। বেরিয়ে এসে সত্যিটা জানান। ভয় পাবেন না।’

লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে জখম চার ভারতীয় জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। এর আগেই, ভারতীয় সেনার তরফে জানানো হয় সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন জওয়ান। ৪৩ জন চিনা সৈনিকও মৃত বা আহত হয়েছে বলে জানানো হয়েছিল।

উত্তেজনা ক্রমশ বেড়ে চলায় শ্রীনগর-লেহ হাইওয়ে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের গাড়ি ছাড়া সব যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সেনাবাহিনীর তিন ক্ষেত্রের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উদভুত পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও কথা বলেছেন।

নিরাপত্তা বাড়ানো হয় হিমাচল প্রদেশে ভারত-চিন সীমান্তে। সীমান্তবর্তী সব এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি হিমাচল প্রদেশ পুলিশ সক্রিয় করে দিয়েছে প্রতিটি সিক্রেট এজেন্সিকেও। সরকারের তরফে জারি করা হয় বিশেষ নির্দেশিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*