লাদাখে চিনা আগ্রাসনের মোকাবিলা নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেন রাহুল গান্ধী। প্রসঙ্গ সোমবার মধ্যরাতে চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। রাহুল গান্ধীর প্রশ্ন কেন, ভারতীয় সেনাদের নিরস্ত্র অবস্থায় পাঠানো হয়েছিল।
রাহুল গান্ধী সরকারের উদ্দেশ প্রশ্ন করেছেন, চিন কীভাবে আমাদের নিরস্ত্র সৈন্যদের হত্যা করার সাহস করেছিল। কেন আমাদের সৈন্যদের নিরস্ত্র অবস্থায় পাঠিয়ে শহিদ করা হল। টুইটে প্রশ্ন করেছেন রাহুল। বুধবার তিনি প্রধানমন্ত্রী নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও পরে মুখে খোলেন প্রধানমন্ত্রী।
শুধু প্রধানমন্ত্রীকেই আক্রমণ নয়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর উদ্দেশেও আক্রমণ শানিয়েছেন রাহুল। ২০ জন জওয়ানের জন্য কেন শোক জানাতে ২ দিন, তা নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেন রাহুল। কেন পেইড মিডিয়া ভারত সরকারের পরিবর্তে সেনাকে দায়ী করে, প্রশ্ন করেছেন তিনি।
Be the first to comment