আবারও রাহুলের নিশানায় মোদী। লাদাখে সীমান্ত সংঘর্ষ নিয়ে তুলোধনা করলেন কেন্দ্রকে। রাহুলের অভিযোগ, ‘লাদাখের পরিস্থিতি জেনেও কেন্দ্র ঘুমোচ্ছিল। জীবন দিয়ে সীমান্তে তারই মূল্য চোকালেন বীর জওয়ানরা।’ শুক্রবারই লাদাখ পরিস্থিতি নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক। সেই বৈঠকের আগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী।
লাদাখের গালওয়ান সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, লাদাখ সীমান্তের সমস্যা গুরুতর আকার নিলেও প্রথমে তাতে আমলই দেয়নি কেন্দ্র। কেন্দ্রের এই অদূরদর্শিতার করণেই গালওয়ান সীমান্তে ভারতীয় জওয়ানদের শহিদ হতে হয়েছে বলে দাবি রাহুল গান্ধীর।
শুক্রবার কেন্দ্রীয় সরকারকে বিঁধে টুইটে রাহুল লিখেছেন, ‘লাদাখে চিনের হামলা যে পরিকল্পনা করেই, তা এখন কাচের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। ভারত সরকার প্রথমে ঘুমিয়েছিল। গালওয়ান সীমান্তে সমস্যার কথা অস্বীকার করেছিল কেন্দ্র। কেন্দ্রের সেই ভাবনার মূল্য চোকাতে হয়েছে শহিদ জওয়ানদের।’
এদিকে, লাদাখে চিনা আগ্রাসন জারি রয়েছে। গালওয়ানে এখনও ঘাঁটি গেড়ে রয়েছে চিন সেনা। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে সব চুক্তি বদলের ভাবনা ভারতের।
একইসঙ্গে ভারতীয় ভূখণ্ড না ছাড়লে চিনকে উপযুক্ত জবাব দেওয়ার ভাবনা কেন্দ্রের। এই পরিস্থিতিতেই আজ প্রধানমন্ত্রীর ডাকে বিকেলে সর্বদল বৈঠক। সর্বদল বৈঠকে থাকবেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুরা।
সর্বদল বৈঠকের আগেই কেন্দ্রের বিরুদ্ধে টুইটে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। তবে রাহুলের মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেওয়ার রাস্তায় যাননি কেন্দ্রের কোনও মন্ত্রী। নজর এখন সর্বদল বৈঠকের দিকে। চিনকে সামলাতে কেন্দ্রের একাধিক পরিকল্পনার কথা জানানো হবে দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলিকে।
Be the first to comment