কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার দাবি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার রাহুল বলেন, করোনাভাইরাস মহামারির কারনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের অতীত দক্ষতার ভিত্তিতে তাঁদের পরের পর্যায়ে উত্তীর্ণ করা হোক।
রাহুলের অভিযোগ, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) চূড়ান্ত সিমেস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়ার পর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। ইউজিসির উচিত পড়ুয়াদের কথা শোনা।
রাহুলের কথায়, কোভিড-১৯ প্রচুর মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। স্কুল-কলেজের পড়ুয়ারাও যন্ত্রণার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে যখন আইআইটি এবং কলেজগুলি পরীক্ষা বাতিল করছে, তখন ইউজিসি বিভ্রান্তি তৈরি করছে। ইউজিসির উচিত পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের অতীতের দক্ষতার ভিত্তিতে তাদের পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ করা।
রাহুল কংগ্রেস একটি দলীয় অনুষ্ঠান স্পিকআপ ফর স্টুডেন্ট-এ যোগ দিয়ে এই মন্তব্য করেন। টুইটারে ওই ভিডিয়োটি পোস্ট করা হয়।
Be the first to comment