“আসুন একজোট হয়ে গণতন্ত্র রক্ষার আওয়াজ তুলি”, আবেদন রাহুল গান্ধীর

Spread the love

গণতন্ত্র বাঁচানোর জন্য সরব হতে দেশবাসীর কাছে আবেদন জানালেন রাহুল গান্ধী ৷ সঙ্গে তিনি দলের #SpeakUpForDemocracy কর্মসূচিরও উদ্বোধন করেন ৷ রবিবার একটি ভিডিয়ো টুইট করেন তিনি। সঙ্গে লেখেন, “আসুন ৷ #SpeakUpForDemocracy-তে একজোট হয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য আওয়াজ তুলি ৷”

যে ভিডিয়োটি তিনি পোস্ট করেছেন তাতে একটি ভয়েস ওভারও শোনা যায়৷ যেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস ৷ সংবিধানকে নষ্ট করার, গণতন্ত্রকে ধ্বংস করার ও রাজস্থানে গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ করা হয়েছে এই ভিডিয়োটিতে ৷

ভিডিয়োটিতে বলা হয়েছে, আজ যখন কোরোনার বিরুদ্ধে সারা দেশ লড়ছে তখন বিজেপি সংবিধানকে নিয়ে কাটাছেঁড়া করছে এবং আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে ৷ ২০১৮ সালে রাজস্থানের মানুষ কংগ্রেসকে নির্বাচনে জিতিয়ে সরকারে এনেছে ৷ আজ বিজেপি মধ্যপ্রদেশের মতো এই নির্বাচিত কংগ্রেস সরকারের ভিত নাড়াতে চাইছে ৷ বর্তমানে বিজেপি রাজস্থানে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে ৷

ভিডিয়োটিতে আরও বলা হয়, আমাদের দাবি, বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলির ভিত নাড়ানো বন্ধ করুক ৷ আমাদের দাবি, সাংবিধানিক অধিকারের মধ্যে অবিলম্বে অধিবেশন ডাকা হোক ৷ আপনারা আওয়াজ তুলুন ও গণতন্ত্রকে রক্ষা করতে #SpeakUpForDemocracy-তে যোগ দিন ৷

https://twitter.com/RahulGandhi/status/1287240140142678016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*