রাফায়েল বিতর্কে ফের শিল্পপতি অনিল অম্বানিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । টুইটারে তিনি অনিলকে বলেছেন, মোদীর বিএফএফ । তার মানে বেস্ট ফ্রেন্ড ফরএভার । তাঁর কথায়, কেউ যদি প্রধানমন্ত্রীর বিএফএফ হন, তবে তিনি ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কন্ট্রাক্ট পেতে পারেন ।
এনডিএ সরকার ফ্রান্সের ড্যাশুল্ট বিমান সংস্থার থেকে ৩৬ টি রাফায়েল বিমান কেনার চুক্তি করে । সেই সংস্থা অনিল আম্বানির কোম্পানিকে প্লেনের যন্ত্রাংশ নির্মাণের কন্ট্রাক্ট দেয় । কংগ্রেসের দাবি, অনিল আম্বানির সংস্থার ওই কন্ট্রাক্ট পাওয়ার যোগ্যতা ছিল না । সরকারের অনুরোধেই ড্যাশুল্ট কোম্পানি তাদের অর্ডার দিয়েছে ।
শনিবার রাহুল টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী আপনার বন্ধু হলে আপনি অভিজ্ঞতা ছাড়াই বড় অঙ্কের অর্ডার পেয়ে যেতে পারেন । এখানেই শেষ নয় । একটি সংবাদপত্রের রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, জম্মু-কাশ্মীরের চার লক্ষ সরকারি কর্মচারীকে অনিল আম্বানির সংস্থা থেকে স্বাস্থ্য বিমা কিনতে বাধ্য করা হচ্ছে ।
সংবাদপত্রের রিপোর্টে জানা যায়, জম্মু-কাশ্মীর সরকার তার কর্মী, পেনশনভোগী ও অ্যাক্রিডিয়েটেড সাংবাদিকদের জন্য অনিল আম্বানির সংস্থা থেকে স্বাস্থ্য বিমা কিনবে বলে স্থির করেছে । রাহুল সেকথাই উল্লেখ করেছেন ।
Be the first to comment