রাহুল গান্ধী নারাজ। কিন্তু, কংগ্রেস ১০ জনপথের আনুগত্য ছাড়তে রাজি নয়। এবার তাই রাহুল গান্ধীকে ফের শতবর্ষ প্রাচীন দেশের প্রথম রাজনৈতিক দলের হাল ধরতে আবেগের সুড়সুড়ি দিতে শুরু করেছেন প্রবীণ নেতারা। দলের স্থায়ী সভাপতি নির্বাচনের পর্বে রাহুল গান্ধীকেই সকল স্তরের কর্মীর প্রথম পছন্দের নেতা বলে ব্যাখ্যা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
প্রসঙ্গত, রাহুল এর আগেই ডুবন্ত দলের হাল ধরতে নারাজ হওয়ার পর আকবর রোডের চারপাশে বর্ষীয়ান নেতা অশোক গেহলটের নাম পরবর্তী সভাপতি হিসেবে ঘোরাফেরা করছিল। সেই জল্পনাতেই আরও একটু ঘি ঢেলে দুঁদে রাজনীতিক গেহলট দলের অন্দরের মনোভাব মাপতে চাইছেন বলে অনেকের ধারণা।
কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি নির্বাচনের বিষয়টি শেষ করা হবে। অর্থাৎ ২০২৪ সালের লোকসভা ভোটের মাত্র বছর দেড়েক আগে দল ঠিক করবে, কার কাঁধে ভর দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবে।
এদিকে, রাহুল গান্ধী আপাতত তাঁর ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত। কোনও কোনও রাজনৈতিক পর্যবেক্ষকের ধারণা, বিজেপি-বিরোধী এই কর্মসূচির মাধ্যমে রাহুলও দলের সাধারণ কর্মীদের মধ্যে তাঁর উপর কতখানি আস্থা ও ভরসা আছে, তার ওজন মেপে নিতে চাইছেন।
সোমবার গেহলট জয়পুরে বলেন, দেশজুড়ে কংগ্রেস কর্মীদের আবেগকে বিবেচনা করে রাহুল গান্ধীর উচিত দলের এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। রাহুল দলের সভাপতি না-হলে দেশের তামাম কংগ্রেস কর্মীরা হতাশ হয়ে পড়বেন। তাঁরা ভোটের আগেই হতোদ্যম হয়ে পড়বেন। অনেক কর্মী বসে পড়বেন, তাতে দলই ক্ষতিগ্রস্ত হবে। তাঁর উচিত কর্মীদের এই মনোভাব বুঝে নিজে থেকেই দায়িত্ব নেওয়া। দলের শীর্ষ নেতৃত্বও চাইছে, রাহুলকেই সভাপতি পদে বসাতে।
Be the first to comment