সিবিএসই প্রধানকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানালেন রাহুল গান্ধী

Spread the love

ন্যাশনাল এলিজিবিলিটি, প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের তথ্য ফাঁসের অভিযোগের তদন্ত চেয়ে সিবিএসই-র কাছে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংবাদমাধ্যমে প্রকাশিত পরীক্ষার্থীদের তথ্য ফাঁস সংক্রান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই চিঠি দিয়েছেন রাহুল। চিঠিতে রাহুল ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন।

পাশাপাশি কংগ্রেস সভাপতি আরও লেখেন, মূল্য দিলেই একটি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে পরীক্ষার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে বলে অভিযোগ এবং প্রায় ২ লক্ষ পড়ুয়ার তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ। পরীক্ষার্থীদের নাম, ফোন নম্বর ও ই-মেল আইডি সহ ব্যক্তিগত তথ্য কয়েকটি অনলাইন পোর্টালে অর্থের বিনিময়ে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ। আর সারা দেশের প্রার্থীদের গোপনীয়তা লঙ্ঘন করে এত বড় ধরনের তথ্য চুরির ঘটনায় তিনি স্তম্ভিত। তিনি বলেছেন, এই ঘটনা তথ্য চুরির ঘটনা প্রতিরোধে রক্ষাকবচের অভাবের বিষয়টিই এই ঘটনায় ধরা পড়েছে। একইসঙ্গে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছ্বতা সিবিএসই বজায় রাখতে পারবে কিনা, সেই প্রশ্নও তুলেছেন রাহুল গান্ধী।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*