রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ৷ বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেতৃত্বে বদল চেয়ে চিঠি দেওয়ার জন্য দলের বেশ কিছু সিনিয়র নেতাকে কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধী ৷ এমনকী, তাঁদের বিরুদ্ধে বিজেপি-র সঙ্গে যোগসাজশের গুরুতর অভিযোগ তোলেন তিনি ৷
সূত্রের খবর অনুযায়ী, রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন গুলাম নবি আজাদ, কপিল সিব্বলের মতো প্রবীণ নেতারা ৷ গুলাম নবি আজাদ পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেন বলেও খবর ৷ রাহুলের মন্তব্যের প্রতিবাদ করে ট্যুইট করেন কপিল সিব্বল ৷
পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় আসরে নামেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। পাল্টা ট্যুইট করে তিনি সিব্বলকে বলেন, রাহুল গান্ধী এমন কিছুই বলেননি। সংবাদমাধ্যম তাঁর মুখে কথা বসাচ্ছে।
এর কিছুক্ষণ পরই নিজের ট্যুইট প্রত্যাহার করে নেন সিব্বল৷ নতুন ট্যুইটে তিনি দাবি করেন, রাহুল গান্ধি ব্যক্তিগত ভাবে তাঁকে জানিয়েছেন যে বিজেপি-র সঙ্গে যোগসাজশ নিয়ে দলের নেতাদের সম্পর্কে কোনও মন্তব্য তিনি করেননি৷ গোটাটাই রটিয়েছে সংবাদমাধ্যম ৷
সূত্রের খবর অনুযায়ী, এ দিনের ভার্চুয়াল বৈঠকের শুরুতেই পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ৷ নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য দলের ওয়ার্কিং কমিটিকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করারও অনুরোধ করেন তিনি ৷ যদিও সনিয়াকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷
সূত্রের খবর, এদিন সোনিয়া গান্ধী ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশের পরই নেতৃত্বে বদল চেয়ে চিঠি দেওয়া নেতাদের আক্রমণ করেন রাহুল ৷ ওই নেতাদের মধ্যে ছিলেন গুলাম নবি আজাদ, কপিল সিব্বলরা ৷
রাহুল পাল্টা প্রশ্ন করেন, কংগ্রেস যখন সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাজস্থান, মধ্যপ্রদেশে সঙ্কটের মধ্যে পড়েছে দল, তখন কার স্বার্থে এ ভাবে নেতৃত্বে বদল চেয়ে চিঠি দেওয়া হল? সোনিয়া গান্ধী অসুস্থ থাকাকালীনও কেন এই চিঠি, সেই প্রশ্নও তোলেন তিনি৷ রাহুলের দাবি, এই চিঠি পেয়ে সনিয়া মানসিক আঘাতও পেয়েছেন৷
সূত্রের খবর, রাহুলের এই বেনজির আক্রমণের পরই গুলাম নবি আজাদ পাল্টা বলেন, বিজেপি-র হয়ে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে তিনি ইস্তফা দেবেন৷ বৈঠকের মাঝপথেই রাহুলের মন্তব্যে ক্ষোভপ্রকাশ করে ট্যুইট করেন কপিল সিব্বল ৷
এই চিঠিকে কেন্দ্র করেই এ দিন কংগ্রেস ওয়ার্কিং কমিটি কার্যত বিভক্ত হয়ে যায় ৷
Be the first to comment