সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন রাহুল

Spread the love

কংগ্রেস সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধি। সোমবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমহন সিংকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান কংগ্রেস সহ সভাপতি। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ অল ইন্ডিয়া কংগ্রেস সদর দপ্তরে যান রাহুল। সঙ্গে ছিলেন মনমোহন সিং সহ দলের শীর্ষ নেতৃত্বরা। দলীয় সদর দফতরে যাওয়ার আগে তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সোমবার রাহুলের মনোনয়ন জমা দেওয়ার পর মনমোহন সিং বলেন, রাহুল গান্ধি কংগ্রেসের পরম্পরাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন। শুক্রবার থেকে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবারই মনোনয়ন পেশ করার শেষ দিন। আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই দলের হাল ধরছেন রাহুল। সম্প্রতি একের পর এক নির্বাচনে ভরাডুবি হলেও, রাহুলের নেতৃত্বে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কংগ্রেস নেতারা।

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীকে বসাতে প্রস্তাবনা পাশ করেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ২০ নভেম্বর দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকেই রাহুলকে সভাপতি পদে বসানোর প্রস্তাব পাশ হয়। আর তারপর সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*