তিনি হিন্দু না অহিন্দু? এই বিতর্কে এবার মুখ খুললেন খোদ রাহুল গান্ধী। প্রসঙ্গত, বৃহস্পতিবার কংগ্রেস সহ সভাপতি বলেন, আমার ঠাকুমা ইন্দিরা গান্ধী ও আমার পুরো পরিবার শিবের ভক্ত কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমরা সেটা গোপনেই রাখতে পছন্দ করি। রাহুল আরও বলেন, আমি বিশ্বাস করি যে এটা একটা ব্যক্তিগত বিষয়। এর জন্য কোনও প্রমানপত্রের প্রয়োজন নেই। পাশাপাশি, বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, রাজনীতির ময়দানে ফায়দা লুঠতে ধর্মকে ব্যবহার করেন না তিনি।
কংগ্রেস নেতাদের অভিযোগ, বিজেপি রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটা রেজিস্টারের ‘ফেক এন্ট্রি’ নিয়ে প্রচার করছে। রাহুল বলেন, আমি মন্দিরে গিয়ে ভিজিটরস বুকে সই করেছি। আর তারপর বিজেপির লোকজন অন্য খাতায় আমার নাম লিখে কুৎসা রটাচ্ছে।
প্রসঙ্গত, গত বুধবার গুজরাটের সোমনাথ মন্দির পরিদর্শনে যান কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। নিয়ম অনুযায়ী হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বী কোনও মানুষকে সোমনাথ মন্দিরে প্রবেশ করতে গেলে নাম নথিভুক্ত করতে হয়। মন্দিরের রেজিস্টারে রাহুল গান্ধীর সইয়ের ছবি সামনে আসার পরই শুরু হয় বিতর্ক। রেজিস্টারে একইসঙ্গে ছিল কংগ্রেস নেতা আহমেদ পাটেলের সইও। এরপরই রাহুল গান্ধী হিন্দু নন বলে হইচই শুরু করে বিজেপি। অন্যদিকে পাল্টা অভিযোগ করে কংগ্রেসের দাবি কেউ ষড়যন্ত্র করে পরে রাহুল গান্ধীর নাম ওই রেজিস্টারে লিখে দিয়েছে। পরে পারিবারিক তিনটি ছবি প্রকাশ করে প্রমান করানো হয়, রাহুল গান্ধী ও তাঁর পরিবার খাঁটি হিন্দু ও পরম শিবভক্ত।
Be the first to comment