প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা এখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীকে নীরব ও লোলিত মোদীর সঙ্গে তুলনা করে একের পর এক আক্রমণ শানাচ্ছেন রাহুল। পিএনবি জালিয়াতি কাণ্ডে একজন মূল অভিযুক্ত আরেকজন আইপিএলের দুর্নীতিতে অভিযুক্ত দুজনেই এখন ফেরার। প্রধানমন্ত্রীকে এই দুই দুর্নীতিতে অভিযুক্ত অপরাধীদের সঙ্গে তুলনা করায় উত্তরপ্রদেশের বিজেপি নেতা শালভিমাণী ত্রিপাঠি এবার রাহুলের বিরুদ্ধে দেওরিয়ার ফার্সট্র্যাক কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ধারায় মানহানির মামলা করেছেন। আগামী ৫ এপ্রিল সেই মামলার শুনানি বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দিল্লির এক অনুষ্ঠানে রাহুল গান্ধী নীরব, ললিতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই আসনে বসিয়ে বলেছেন এখন মোদী মানেই দুর্নীতি। এদিকে ত্রিপাঠি বলেন প্রধানমন্ত্রী সম্বন্ধে এমন ব্যক্তিগত আক্রমণ দেশবাসীর ভাবাবেগকে আঘাত করছে, যা কোনও ভাবেই কাম্য নয়। সেই কারণেই তাঁর বিরুদ্ধে দেওরিয়া আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
Be the first to comment