সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রচারের বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আগামী ৯ এপ্রিল অর্থাৎ সোমবার দেশের প্রতিটি রাজ্য ও জেলার দায়িত্বে থাকা দলের শীর্ষ নেতৃত্ব এই দিনটিকে সম্প্রীতি দিবস হিসাবে পালন করবেন। আমাদের দেশের আত্মায় শান্তি ও সম্প্রীতি অন্তর্নিহিত আছে। আর কংগ্রেসের দায়িত্ব সেই শান্তি ও সম্প্রীতি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।
গত ২ এপ্রিল দলিতদের ডাকে ভারত বনধের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এমন ঘটনা সমাজের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। সোজা কথায় বলতে গেলে কেন্দ্রের বিজেপি সরকার ও যে কোনও রাজ্যের ক্ষমতাসীন সরকার হিংস্রতা বা সহধর্মীতাকে প্রশমিত করতে কোনওরকম সাহায্যই করে না, এই কঠিন সময়ে কংগ্রেসের উচিত দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ানো। তাই সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির কাছে একান্ত অনুরোধ তাঁরা যেন যথাযথ ভাবে দেশের সব প্রান্তে শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করেন।
Be the first to comment