লখিমপুর খেরি নিয়ে আলোচনা চায় না সরকার, মুলতুবি প্রস্তাব খারিজে সরকারকে তোপ রাহুলের

Spread the love

লখিমপুর খেরিকাণ্ডে সিটের তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কিন্তু, অধিবেশনে সেই প্রস্তাব নাকচ করে দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ যার পরেই অধিবেশন কক্ষে হট্টোগোল শুরু হয়ে যায় ৷ এদিন দফায় দফায় লোকসভার অধিবেশন মুলতুবি হয় ৷ যা নিয়ে রাহুল গান্ধী বলেন, লখিমপুর খেরি নিয়ে সরকার আলোচনা চায় না বলেই অধিবেশন মুলতুবি করে দিয়েছে ৷

অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে রাহুল বলেন, সংসদে আমরাদের লখিমপুর খেরি নিয়ে কথা বলতে দেওয়া হয়নি ৷ তারা এটা নিয়ে আলোচনা করতে চায় না ৷ সেই কারণেই অধিবেশন মুলতুবি করে দিয়েছে ৷ এরপর গাড়িতে উঠে সংসদ চত্বর ছাড়েন রাহুল ৷

প্রসঙ্গত, লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চাপা দেওয়ার ঘটনায় গতকাল আদালতে রিপোর্ট পেশ করেছে উত্তরপ্রদেশ সরকারের গঠিত সিট ৷ যেখানে ওই ঘটনাকে পরিকল্পিত বলে জানিয়েছেন সিটের তদন্তকারী আধিকারিক বিদ্যারাম দিবাকর ৷ এমনকি ওই রিপোর্টে, অনিচ্ছাকৃত খুনের মামলা সরিয়ে, খুনের চেষ্টা, ৩০৭ ধারায় মামলা রুজু করার অনুমতি চেয়েছেন তিনি ৷

আর সেই নিয়ে সংসদে আলোচনা চেয়ে এদিন লোকসভার অধিবেশনের রোজকার কাজ মুলতুবি রাখার প্রস্তাব দেন রাহুল গান্ধী ৷ যেখানে রাহুল উল্লেখ করেন, ‘‘জুরুরি ভিত্তিতে একটি বিষয়ের উপর আলোচনা চেয়ে আমি সংসদের রোজকার কাজ মুলতুবি রাখার আবেদন জানাচ্ছি ৷ উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কৃষকদের গাড়িচাপা দেওয়ার ঘটনাটি সম্পূর্ণভাবে পরিকল্পিত চক্রান্ত ছিল এবং সেটি অসাবধানতার কারণে হয়নি ৷’’

মুলতুবি প্রস্তাবে রাহুল আরও উল্লেখ করেছেন যে, সিট এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ধার্য হওয়া ধারা পরিবর্তনের আর্জি জানিয়েছে ৷ সরকারে উচিত এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয়কুমার মিশ্রকে বহিষ্কার করা এবং নিহতদের পরিবার যাতে ন্যায় বিচার পান, তা সুনিশ্চিত করা ৷ কিন্তু, সেই আবেদন এদিন খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*