মন্দাসৌরের পিপিলিয়া মাণ্ডিতে কৃষকদের ঋণ মুকুব করার ঘোষণা রাহুলের

Spread the love

আবারও মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ মধ্যপ্রদেশে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে সরকার গঠনের পর ১০ দিনের মধ্যেই কৃষকদের ঋণ মুকুব করা হবে ৷ বুধবার মধ্যপ্রদেশের মন্দাসৌরের পিপিলিয়া মাণ্ডিতে কৃষকদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এমনই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি ৷

প্রসঙ্গত, ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মধ্যপ্রদেশের মন্দাসৌরে আন্দোলন চালিয়েছিলেন কৃষকরা ৷ সেই আন্দোলনে পুলিশের গুলিতে ৬ কৃষকের মৃত্যু হয় ৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ আর বুধবার আবারও  মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মন্দাসৌর যান রাহুল ৷ সেখানেই কৃষকদের কৃষি ঋণ মুকুব করার কথা শোনা যায় সোনিয়া তনয়ের গলায়। তবে শুধু কৃষিঋণই মুকুব করাই নয় ৷ গত বছর কৃষক আন্দোলনে কৃষক হত্যার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন রাহুল ৷

প্রসঙ্গত, মন্দাসৌরে গত বছর ৬ কৃষকের মৃত্যুর পরও কোনও পদক্ষেপই গ্রহণ করেনি মোদী সরকার ৷ শুধুমাত্র মৃত কৃষকদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে কেন্দ্রীয় সরকার দায় সারার চেষ্টা করেছেন বলে দাবি করলেন রাহুল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*