নরেন্দ্র মোদী সরকার ফাঁকা স্লোগান দিচ্ছে বলে এবার অভিযোগ তুললেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকার সেনা জওয়ানদের নিজেদের পকেটের পয়সা খরচ করে উর্দি, জুতো কিনতে বলছে বলে দাবি করেন কংগ্রেস সভাপতি। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে সেনা কর্তৃপক্ষ সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে মালপত্র সাপ্লাই ৫০ শতাংশ ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ওই অর্থ যাতে খুবই জরুরি অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে কিনে মজুত করায় খরচ হয়, তা সুনিশ্চিত করতে চায় তারা।
এই পদক্ষেপের ফলে জওয়ানদের সামরিক উর্দি, বেল্ট, জুতো প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে। সেনাদের নিজেদের অর্থ ব্যয় করে ইউনিফর্ম ও অন্যান্য জামাকাপড় সাধারণ নাগরিকদের মতো বাজার থেকে কিনতে হবে। আর রাহুল গান্ধী ওই রিপোর্টকেই হাতিয়ার করে ট্যুইট করে বলেন, মেক (ফাঁকা স্লোগান ও অর্থহীন শব্দবন্ধ) ইন ইন্ডিয়া। কিন্তু আমাদের জওয়ানদের নিজেদের জামাকাপড়, জুতো কিনতে বাধ্য করুন।
Be the first to comment