আবারও রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী-বিরোধিতা করলেই জুটছে সন্ত্রাসবাদীর তকমা। মোহন ভাগবতও মোদীর বিরোধিতা করলে তাঁকেও সন্ত্রাসবাদী বলা হবে। এভাবেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন রাহুল গান্ধী। মোদীর আমলে দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেস সাংসদের।
ফের মোদীকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর আমলে দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ রাহুল গান্ধীর। একইসঙ্গে নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি আরও বলেন, মোদীর বিরোধিতা যেই করছেন তাঁকেই সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হচ্ছে। এমনকী আরএসএস প্রধান মোহন ভাগবতও যদি মোদীর বিরোধিতা করেন তাঁকেও একইভাবে সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হবে।’
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। বিরোধী অন্য দলগুলির পাশাপাশি কৃষি আইন ইস্যুতে কেন্দ্র-বিরোধিতায় সরব কংগ্রেস। বৃহস্পতিবার কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান ছিল কংগ্রেসের।
কেন্দ্র-বিরোধী আইনের প্রতিবাদে দু’কোটি স্বাক্ষর জোগাড় করেছে কংগ্রেস। স্মারকপত্র নিয়ে কেন্দ্র বিরোধিতায় বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অভিযান ছিল কংগ্রেসের। তবে রাষ্ট্রপতি ভবনের আগেই কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ।
গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধী-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে। কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশকর্মীদের। পরে রাহুল গান্ধী কয়েকজন কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যান। রাষ্ট্রপতি ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন কংগ্রেস নেতৃত্ব।
Be the first to comment