সিঙ্গাপুর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংবাদিক সম্মেলন নিয়ে এবার তাঁকে কটাক্ষ কলেন রাহুল গান্ধী। সম্প্রতি নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রী ওই সাংবাদিক বৈঠকে হিন্দিতে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর কাগজ দেখে গড়গড় করে পড়তে শুরু করে দেন, আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি আগে থেকেই ঠিক করা ছিল প্রশ্নোত্তর পর্ব? তাহলে সব কী সাজানো? সোমবার কংগ্রেস সভাপতি এ নিয়েই ট্যুইট করে বলেন, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ‘স্বতঃস্ফূর্ত’ প্রশ্ন শোনেন, অনুবাদকের কাছে যার আগাম উত্তরও তৈরি থাকে। উনি সত্যিকারের প্রশ্ন নেন না, এটা ভাল। নিলে আমাদের সকলকেই সত্যিই বিড়ম্বনায় পড়তে হত।
এছাড়াও, মোদীর প্রশ্নোত্তর ও সেই অনুবাদকের জবাবেও একটি ভিডিওও ট্যুইটে ট্যাগ করেন রাহুল। উল্লেখ্য ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর চেক আপের জন্য বর্তমানে আমেরিকায় আছেন রাহুল গান্ধী। আর সেখান থেকেই এদিন মোদীকে ট্যুইটে নিশানা করেন কংগ্রেস সভাপতি।
Be the first to comment