UPA নিয়ে বুধবারই বড় মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদী তথা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ কংগ্রেস, এই তত্বকে চ্যালেঞ্জ করে পালটা যুক্তি দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। একটি টুইটে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তা নির্ধারিত হোক গণতান্ত্রিক উপায়ে।’
নজরে দিল্লি, আপাতত গোটা দেশে নিজেদের শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের পর্যবেক্ষণ জাতীয় স্তরে তৃণমূলের এই উল্কা উত্থানের নেপথ্যে অন্যতম কারিগর প্রশান্ত কিশোর। এদিকে, স্বপ্ন নগরি মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং অদিত্য ঠাকরে-শরদ পাওয়ারের সঙ্গে তাঁর বৈঠক জাতীয় রাজনৈতিতেও বহু সমীকরণ বদলে দিয়েছে। পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘UPA আবার কী! UPA বলে কিছু নেই এখন’। এরপরেই কার্যত তোলপাড় হয় রাজনৈতিক মহল। ক্ষুব্ধ হন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের নতুন টুইট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং অর্থবহ বলে মনে করা হচ্ছে। তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের যে পরিসর রয়েছে তা শক্তিশালী বিরোধীতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু, কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া কোনও একটি ব্যক্তির ভগবান প্রদত্ত অধিকার হতে পারে না, বিশেষত যখন দল গত ১০ বছরে দল যখন ৯০ শতাংশেরও বেশি নির্বাচনে হেরেছে। এই মুহূর্তে বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তা নির্ধারিত হোক গণতান্ত্রিক উপায়ে।’ স্পষ্ট করে কিছু না বললেও তাঁর তোপ যে আদতে গান্ধী পরিবারের দিকেই তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
রাহুল গান্ধী বর্তমানে কংগ্রেসের সভাপতি পদে না থাকলেও দলের ব্যাটন এখনও তাঁর হাতেই রয়েছে বলে একাধিকবার প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের এই টুইট তোপ যে রাগার জন্যই, মনে করা হচ্ছে এমনটাই। পাশাপাশি বিরোধী নেতৃত্বের মুখ কে হবে সেই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে- প্রশান্ত কিশোরের এই বক্তব্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুধবার মুম্বইয়ে শরদ পওয়ারের সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশকে বাঁচাতে হলে শক্ত বিরোধী জোট গঠন করতে হবে। যে যেখানে শক্তিশালী তাকে নিয়ে লড়াই করতে হবে।কেউ যদি লড়াই না করতে চায়, তাহলে কী হবে? বিরোধী হিসেবে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই না করলে কী হবে? বরং মাঠে নেমে লড়াই করতে হবে।’
Be the first to comment