কংগ্রেস সভাপতি পদে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দিলেন রাহুল গান্ধী ৷ বুধবার ট্যুইটারে তিনি ইস্তফাপত্রটি ট্যুইট করেছেন ৷ রাহুল লিখেছেন, কংগ্রেস দলের জন কাজ করা আমার কাছে অত্যন্ত সম্মানের ৷ রাহুল গান্ধীর পদত্যাগের পর কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন মোতিলাল ভোরা। তিনি কংগ্রেসের রাজ্যসভার সদস্য।
রাহুল জানিয়ে দেন অবশেষে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে তিনি পদত্যাগ করছেন ৷ অবশ্য তিনি একা নন, এর দায়ভার বর্তায় দলের আরও বেশ কয়েকজনের ওপরেও, এমনই জানিয়েছিলেন তিনি ৷ বুধবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিলম্ব না করে খুব শীঘ্রই কংগ্রেস পার্টি নতুন সভাপতির নাম ঘোষণা করবে। এই নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় কোনোভাবেই তিনি থাকবেন না বলে জানিয়েছেন রাহুল। পদত্যাগপত্র দলের কাছে জমা দিয়েছেন এবং অদূর ভবিষ্যতে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ইতিমধ্যেই আমি আমার পদত্যাগপত্র দলের কাছে জমা দিয়েছি এবং আমি আর কংগ্রেসের সভাপতির পদে নেই। একই সঙ্গে তিনি আরও বলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি নতুন সভাপতি নির্বাচনের বিষয়ে শীঘ্রই বৈঠক করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এরপরই মোতিলাল ভোরার নাম মনোনীত করা হয় ৷ সোমবার কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন রাহুল গান্ধী ৷ উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷
Be the first to comment