
রোজদিন ডেস্ক: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে চাকরি হারাদের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যোগ্যরা যাতে চাকরি না হারান, সে বিষয়ে শেষ পর্যন্ত লড়াইয়ে যোগ্যদের পাশে থাকার বার্তা দেন কংগ্রেস সাংসদ।
দেশের শীর্ষ আদালতের কলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। রুটিরুজি হারিয়ে দিশাহীন তাঁরা। এসএসসি চাকরিহারাদের হাহাকারে ভারী হয়েছে বাতাস। এই আবহে পাঁচজন যোগ্য চাকরিহারা শিক্ষকদের নিয়ে শনিবার বিকালে দিল্লির ১০ জনপথ রোডের রাহুল গান্ধীর বাসভবনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন বেশ কিছুক্ষণ চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা। ধৈর্য ধরে শিক্ষকদের সমস্ত কথা শোনেন রাহুল। এরপর তিনি সব রকম ভাবে শেষ পর্যন্ত তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন কংগ্রেস সাংসদ।
এদিন দিল্লি থেকে শুভঙ্কর সরকার রোজদিনকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে বলেন, ‘চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের নিয়ে রাজ্যের শাসকদল এবং প্রধান বিরোধী দল বিজেপি রাজনীতির রুটি সেঁকছে।’ তিনি আরও বলেন, ‘রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের তদন্তকারী সংস্থার অপদার্থতার জন্যই আজ এতগুলি যোগ্য মানুষ চাকরিহারা হয়েছেন।’ এদিন শুভঙ্কর সরকার জানান, ‘হাজার দোষী বা অযোগ্যরা শাস্তি পাক, কিন্তু একজনও নির্দোষ বা যোগ্য ব্যাক্তি যেনো শাস্তি না পায়।’
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাই কোর্টে মামলা চলছিল। গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও হাই কোর্টের রায়কেই বহাল রাখে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম রায়ের পর চাকরিহারা ২৫ হাজার ৭৫২ জনের। এবার সেই চাকরিহারা যোগ্যদের পাশে থাকার বার্তা দিলেন রাহুল গান্ধী।
Be the first to comment