‘মুসলিম’ বিতর্কের জবাবে রাহুলের টুইট। অন্তত এখনই বিতর্ক থামছে না সেটা পরিষ্কার। কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল এই ‘মুসলিম পার্টি’ শব্দটি নিয়ে। রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে ফুঁড়ে আসরে নেমে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নির্মলা সীতারামন। প্রত্যুত্তরে রাহল গান্ধি মঙ্গলবার টুইট করে জানান, শেষ সারিতে থাকা নিপীড়িত, বঞ্চিত, দরিদ্র লোকটিরও পাশে আছি আমি। জাত, ধর্ম, বর্ণ খুব কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। যাঁরা দুঃখী, তাঁদের দুঃখ দূর করার চেষ্টা করি। আমি ঘৃণা ও ভয় মুছে দিই।’ বিতর্কের সূত্রপাত হয় গত শনিবার। সেদিন উত্তরপ্রদেশের আজমগড়ের একটি জনসভায় বলেন, ‘কংগ্রেস সভাপতি নাকি নিজেদের মুসলিমদের দল বলেছেন। একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এমনও বলেছিলেন এদেশের প্রাকৃতিক সম্পদের ওপর সবার আগে অধিকার নাকি মুসলিমদের।’ শুরু হয় কাদা ছোঁড়াছুড়ি। বিভিন্ন ঐতিহাসিক তথ্য তুলে ধরে বিজেপিকে ইস্টইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করে কংগ্রেসও। প্রসঙ্গত, দিনকয়েক আগেই রাহুল গান্ধি মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক বসেন। সেসময়ই ইনকিলাব নামে একটি উর্দু দৈনিকের রিপোর্ট বলা হয় রাহুল সেই বৈঠকে কংগ্রেসকে মুসলিমদের দল হিসেবে দাবি করেছেন। যদিও বিষয়টি সামান্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেন ইনকিলাবের সাংবাদিক মুমতাজ আলী রিজভি। তিনি নিজেই খবরটি সম্পাদনা করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাহুলের বক্তব্য ছিল, কংগ্রেস মুসলিমদেরও পার্টি। কেননা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটি মুখ মুসলিমরাও।’
Be the first to comment