তাঁর আক্রমণের টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রীকে চোর বলায় যে তিনি আব্বুলিশ দিচ্ছেন না তা আরও একবার স্পষ্ট করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
বর্ষশেষের দুপুরে টুইট করে রাহুল গান্ধী লেখেন, “চৌকিদারের বেশ, চোরের মতো কাজ। ব্যাঙ্কের ৪১ হাজার ১৬৭ কোটি টাকা জিগরি দোস্তদের নামে সঁপে দিয়েছেন।” সনিয়া-পুত্র লেখেন ওই টাকায় কী কী হতে পারত। তাঁর কথায়, ওই টাকা দিয়ে ৪০টি এইমস খোলা যেত। তিন রাজ্যের কৃষকদের কর মুকুব হতো এবং সারা দেশে এক বছরের রেগার খরচা হয়ে যেত।
বেশ কয়েকমাস ধরেই সরাসরি প্রধানমন্ত্রীকে চোর বলা শুরু করেছেন রাহুল। রাফায়েল ইস্যুতে মোদীর উদ্দেশে ‘চৌকিদারই চোর হ্যায়’ বলে তোপ দেগেছিলেন তিনি। হিন্দি বলয়ের তিন রাজ্যের ভোট প্রচারে গিয়ে তো প্রায় সব জনসভা থেকেই মোদীর উদ্দেশে বাছা বাছা বিশেষণ সাজিয়ে বাক্যবাণ ছুড়েছিলেন। এমনিতে রাফায়েল নিয়ে দেশের শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার ক্লিনচিট পেলেও, কংগ্রেস এ ব্যাপারে একেবারে নাছোড়বান্দা। তাদের দাবি, নিয়ম ভেঙে অনিল আম্বানির সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী স্বয়ং এ কাজ করিয়েছেন।
যদিও বিজেপি-র বক্তব্য, অগুস্তা তদন্তে একের পর এক যা বেরচ্ছে, তাতেই কংগ্রেসের শিরে সংক্রান্তি। তাই এ সব বলছেন রাহুল। প্রসঙ্গত অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কাণ্ডে ব্রিটিশ দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে ধরে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। তাঁকে ধরে আনার পরই রাজস্থানের জনসভা থেকে মোদী হাতে তালি ঠুকে বলেছিলেন, এই রাজদারকে জেরা করেই সব বেরবে। সেই সময় পর্যবেক্ষকদের অনেকে বলেছিলেন, রাফায়েল নিয়ে রাহুল গান্ধী তথা কংগ্রেস এমন চাপ তৈরি করেছে যে, তা ঠেকাতে মোদীকে অগুস্তা হাজির করতে হয়েছে।
এরমধ্যে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে দাবি করেছে, মিশেল জেরায় ইতালীয় মহিলা এবং তাঁর ছেলের নাম বলেছেন। ইতালীয় মহিলা যে সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে যে রাহুল, এই সোজাসাপ্টা কথাটা বুঝতে কারও খুব একটা অসুবিধে হয়নি।
কিন্তু এ দিনের টুইট করে রাহুল বুঝিয়ে দিলেন, মোদীকে চোর বলা তিনি ছাড়বেন না।
Be the first to comment