হিংসার কারনে সন্তানহারা দুই পিতার ভূয়সী প্রশংসা করলেন রাহুল গান্ধী

Spread the love

আসানসোলের ইমাম মৌলানা ইমদাদুল রশিদি এবং দিল্লির যশপাল সাক্সেনা হিংসার জেরে নিজেদের সন্তানদের হারিয়েও যেভাবে শান্তির বাণী ছড়িয়েছেন, তার ভূয়সী প্রশংসা করলেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেস সভাপতি জানান, ভারতে সবসময় ভালবাসারই জয় হবে, ঘৃণার পরাজয় হবে। ঘৃণা, সাম্প্রদায়িক হিংসায় নিজেদের ছেলেদের প্রাণ চলে গেলেও এনারা দুজনে যা বার্তা দিয়েছেন, তা থেকেই এটাই প্রতিষ্ঠিত হচ্ছে। দুই সন্তানহারা বাবার বার্তা সঙ্গে জুড়ে দিয়ে হিন্দিতে ট্যুইট করেছেন রাহুল।

প্রসঙ্গত, রামনবমী ঘিরে আসানসোলের সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষে মৌলানা রশিদির ১৬ বছরের ছেলে সিবতুল্লাকে প্রাণ হারাতে হয়েছে দুষ্কৃতীদের হাতে। ছেলের শোকসভায় তিনি বহু মানুষের সামনে দাঁড়িয়ে দৃঢ় ভাবে জানিয়ে দেন, এরপর যদি পাল্টা কোনও হিংসার ঘটনা ঘটে, তিনি তাহলে মসজিদ, এমনকী আসানসোল ছেড়ে চলে যাবেন।

অন্যদিকে ভিনধর্মী প্রেমিকার পরিবারের সদস্যদের হাতে খুন হতে হয় যশপাল সাক্সেনার ২৩ বছরের ছেলে অঙ্কিতকে। তাদের সম্প্রদায়ের মেয়ের সঙ্গে প্রেম করে অপরাধ করেছে, এই যুক্তি দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি অঙ্কিতকে গলা কেটে হত্যা করে প্রেমিকার বাবা। কিন্তু তারপরও যশপাল জানিয়ে দেন, তিনি ছেলের মর্মান্তিক মৃত্যুর জন্য কোনও ধর্ম বা সম্প্রদায় দায়ী নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*