‘বাইশ বছরের হিসাব, গুজরাট চায় জবাব’- ট্যুইটারে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

Spread the love

দিন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। চলছে জোরকদমে প্রচার। একে অপরকে টেক্কা দিয়ে জনসাধারনের কাছে পৌঁছতে মরিয়া সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বুধবারই গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী দুজনেই প্রচারে ঝড় তোলেন। বিভিন্ন শিবিরের হেভিওয়েট নেতা-কর্মীরা এদিন গুজরাটের বিভিন্ন প্রান্তে প্রচার সারেন।
বুধবার নিজের প্রচারের আগে রাহুল গান্ধী আবারও ট্যুইট করে প্রধানমন্ত্রীকে একহাত নেন। এদিন ট্যুইট করে কংগ্রেস সহ সভাপতি বলেন ‘বাইশ বছরের হিসাব। গুজরাট চায় জবাব’।
এরপরই তিনি লেখেন, ২০১২ সালে নরেন্দ্র মোদী ৫০ লক্ষ নতুন বাড়ির তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৫ বছরে হয়েছে মাত্র ৪ লক্ষ ৭২ হাজার বাড়ি। বাকি বাড়ি তৈরি করতে কি তাহলে আরও ৪৫ বছর লাগবে?

ভোটের প্রচার সারতে এদিন দুপুরেই ২ দিনের সফরে গুজরাট পৌঁছেছেন রাহুল। পৌঁছেই দুপুর একটা নাগাদ কংগ্রেস সহ সভাপতি যান সোমনাথ মন্দিরে। প্রসঙ্গত, আগামী ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাটে দু দফায় বিধানসভা নির্বাচন। ফল ঘোষনা হবে ১৮ই ডিসেম্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*