বাংলার বকেয়া মনরেগার টাকা দিয়ে দিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্ৰেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার চিঠি লিখে রাহুল মোদীকে লেখেন মানুষের টাকা আটকে রাখবেন না। অনেকদিন ধরেই বাংলার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা জোর করে আটকে রাখার অভিযোগ তুলেছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট যখন প্রশ্নের মুখে ঠিক তখনই রাহুলের এই পদক্ষেপকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস সাংসদের দাবি, ২০২২ সাল থেকে বাংলাকে মনরেগা প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। ফলে কয়েক লক্ষ জব কার্ড হোল্ডার বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে তাদের। প্রধানমন্ত্রীকে দ্রুত টাকা পাঠানোর আর্জি জানিয়েছেন রাহুল। উল্লেখ্য , বারবার বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখার অভিযোগ এনেছে মোদি সরকারের বিরুদ্ধে। একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু কোনও সমাধান হয়নি। এদিকে ইন্ডিয়া জোটের শরিক হয়েও কংগ্রেস বিষয়টি নিয়ে কার্যত চুপ ছিল বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। এবার সেই নিঃস্তব্ধতা ভাঙল কংগ্রেস।
চিঠিতে রাহুল আরও জানিয়েছেন, বাংলায় ন্যায়য়াত্রার সময় তাঁর সঙ্গে ১০০ দিনের শ্রমিকদের প্রতিনিধি দল দেখা করেছিল। তাঁরাই দুরবস্থার কথা তুলে ধরেন। মনরেগা প্রকল্পে ২০২২ থেকে বাংলা তার প্রাপ্য পাচ্ছে না। ফলে একুশে কাজ করা বহু জব কার্ড হোল্ডার প্রাপ্য টাকা পাননি। তহবিল না আসায় কমেছে মনরেগার শ্রমিক সংখ্যাও।
Be the first to comment