
রোজদিন ডেস্ক, কলকাতা:- নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের রায় দেয় দেশের শীর্ষ আদালত। এবার বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেড় পাতার চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
লোকসভার বিরোধী দলনেতার প্যাডে সোমবার, ৭ এপ্রিল দ্রৌপদী মুর্মুকে তিনি লেখেন, “দেশের শীর্ষ আদালত নিয়োগ বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। ‘শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে’র প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে।” কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে রাহুল জানান, শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়াই উচিত, কিন্তু সুপ্রিম রায়ে চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে।
এদিন রাহুল গান্ধী তাঁর দেড় পাতার লেখা চিঠিতে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে কতটা অসহায় হয়ে পড়েছেন তারও উল্লেখ্য করে লেখেন, আজ চাকরিহারা শিক্ষকরা এক দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। তাঁদের ছাঁটাইয়ের ফলে লক্ষ লক্ষ পড়ুয়া অসহায় পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে এভাবে কাজ হারানোয় মানসিক ভাবে ভেঙে পড়েছেন শিক্ষকরা। হঠাৎ পরিবারের একমাত্র আয়ের উৎস কর্মহীন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তাঁদের পরিবারও।
চিঠি শেষে রাহুল লিখেছেন, “ম্যাডাম, আপনি এক সময় শিক্ষকতা করেছেন। আমার বিশ্বাস যোগ্য শিক্ষক, তাঁদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি অনুভব করবেন। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে এদের পাশে দাঁড়ান এবং সরকারকে নির্দেশ দিন যাতে করে যোগ্যদের চাকরি বহাল থাকে।”
প্রসঙ্গত, সুপ্রিম রায়ে চাকরিহারিয়ে গত শনিবার ৫ জন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাহুল গান্ধীর দিল্লির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। জানা যায় রাহুল ধৈর্যের সঙ্গে তাঁদের সম্পূর্ণ কথা শোনেন। এরপরই আশ্বাস দেন এই সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবেন। এবং এই বিষয়টি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের জন্য দ্রৌপদী মুর্মুকেও চিঠি লিখবেন। সেই মতো সোমবার রাষ্ট্রপতিকে চিঠিও লিখলেন রাহুল।
Be the first to comment