নাছোড় রাহুল গান্ধী। হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেনই তিনি। বৃহস্পতিবার হাথরসের পথে আটকে দেওয়া হয় রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতা কর্মীদের। শনিবার ফের ৩৫ সাংসদকে সঙ্গে নিয়ে হাথরসের পথে রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন তাঁর বোনা প্রিয়াঙ্কা গান্ধীও।
এদিকে কংগ্রেসের এই সফরের আগে উত্তরপ্রদেশ ঢোকার মুখে একাধিক জায়গায় ব্যারিকেড চোখে পড়েছে। দিল্লি-নয়ডা উড়ালপুলেরর আগে টোলপ্লাজার কাছে ব্যারিকেড করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবারও উত্তরপ্রদেশের হাথরাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। গ্রেটার নয়ডার কাছে তাঁদের কনভয় আটকায় পুলিশ। অভিযোগ গাড়ি থেকে নামতেই রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। এমনকী তাঁকে লাঠিপেটা করা হয়েছে বলেও অভিযোগ। এরপরই রাহুল গান্ধী ও তাঁর বোনকে আটক করা হয়।
যোগী রাজ্যে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। নির্যাতিত মৃতা তরুণীর হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। একাধিক রাজনৈতিক নেতা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন।
হাথরাস পৌঁছনোর আগেই বৃহস্পতিবার রাহুল-প্রিয়াঙ্কার পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডায় তাঁদের কনভয় ঢুকতেই পথ আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে যান রাহুল গান্ধী। অভিযোগ, রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। রাহুলকে পুলিশ লাঠিপেটা করেছে বলেও অভিযোগ ওঠে।
শনিবার ফের হাথরসের পথে রাহুল-প্রিয়াঙ্কা। তাঁদের সঙ্গেই রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী-সহ ৩৫ সাংসদ। হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে চান কংগ্রেস নেতারা। তবে এদিন শেষমেশ রাহুল গান্ধীরা হাথরস পৌঁছতে পারেন কিনা সেটাই দেখার।
Be the first to comment