ছাত্রীদের সঙ্গে কৌতুকে মাতলেন রাহুল গান্ধী

Spread the love

ছবি সৌজন্যে- (এএনআই)

সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের একাধিক প্রশ্নের জবাব দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মজার উত্তর দিয়ে হাসির রোল তোলেন তিনি।

এদিন আমেঠিতে একটি সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের কথা বলছিলেন কংগ্রেস সভাপতি। এক ছাত্রী তাঁকে জিজ্ঞাসা করে সরকার এত আইন প্রণয়ন করে কিন্তু সেই আইনগুলো প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছয় না কেন? এই প্রশ্নের উত্তরেই কংগ্রেস সভাপতি পাল্টা প্রশ্ন করেন সেই ছাত্রীকে। বলেন, এটা আপনি মোদীজি কে জিজ্ঞেস করুন। এটা আমার সরকার নাকি? যখন আমাদের সরকার আসবে তখন আমাকে জিজ্ঞেস করবেন। 

যখন সেই ছাত্রীই ফের আমেঠি নিয়ে প্রশ্ন করে তখন কংগ্রেস প্রেসিডেন্ট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর দোষারোপ করেন। তিনি বলেন আমেঠিকে তো যোগীজী চালান। আমি আমেঠির সাংসদ৷ আমার কাজ লোকসভায় আইন তৈরি করা। কিন্তু যোগীজীর কাজ ইউপি কে চালানো আর উনি অন্য কাজ করছেন। বিদ্যুতের কাজ করছেন না। জলের কাজ করছেন না। শিক্ষার কাজ করছেন না, শুধু হিংসা ছড়াচ্ছেন।

যদিও কংগ্রেস সভাপতির কাছে এমন মজার উত্তর উত্তর পেয়ে সকলেই হেসে ওঠেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*