বিশেষ প্রতিনিধি,
সোমবার অনশন কর্মসূচীতে অংশ নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন দিল্লিতে মহত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে দিল্লির কংগ্রেস প্রধান অজয় মাখেন ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে অনশনে যোগ দিলেন রাহুল। প্রসঙ্গত, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হয়ার দিনেই দেশব্যাপী একদিনের প্রতীকী অনশন কর্মসূচীর ঘোষণা করেছিলো কংগ্রেস। পাশাপাশি, একদিকে সম্প্রীতি ও অন্যদিকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য অনশন। এদিন দেশের বিভিন্ন প্রান্তে সম্প্রীতি দিবস পালন করছে কগ্রেস দল।
উল্লেখ্য, গত ৫ মার্চ শুরু হয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। একমাসের অধিবেশনে একটা দিনও ঠিকভাবে চলেনি সংসদ। লোকসভা ১ ও রাজ্যসভা ৬ শতাংশ চলেছে। গোটা অধিবেশন পণ্ড হয়েছে ২৫০ ঘণ্টা। অধিবেশনের প্রথম দিন থেকেই একাধিক ইস্যু নিয়ে সরব ছিল বিরোধী শিবির।
১. ব্যাঙ্ক কেলেঙ্কারী
২. তপশিলি জাতি-উপজাতি সংক্রান্ত আইন
৩. অন্ধ্রপ্রদেশের বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের স্বীকৃতি
৪. কাবেরী জলবন্টন সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবি নিয়ে সরব ছিল বিরোধী পক্ষ। পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়েও সরগরম ছিল সংসদ। সরকার ও বিরোধীদের চাপানউতোরে প্রতিদিনই মুলতুবি হয়ে গিয়েছিলো লোকসভা ও রাজ্যসভা।
গত ৬ এপ্রিল অধিবেশন শেষের দিনেই কংগ্রেস জানায় ইচ্ছাকৃত ভাবে আলোচনা এড়াতে চাইছে সরকার। তারই প্রতিবাদে সোমবার দেশব্যাপী অনশন কর্মসূচী ও সম্প্রীতি দিবস পালনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। সেই মতোই দিল্লির রাজঘাটে সোমবার অনশন কর্মসূচীতে যোগ দিলেন রাহুল।
Be the first to comment