প্লেনারির শেষ দিনেও কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন শুরু থেকেই মোদী- আরএসএস ও বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন রাহুল। কংগ্রেস সভাপতি বলেন, মহাভারতে যেমন কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা জয় পেয়েছিল, তেমনই বিজেপি-আরএসএসের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হবে কংগ্রেস। রবিবার মনমোহন সিংয়ের পরে বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে রাহুল বলেন, দেশবাসীর কংগ্রেসের কাছ থেকে অনেক প্রত্যাশা। বিজেপি শুধুমাত্র একটা সংগঠনের কণ্ঠস্বর কিন্তু কংগ্রেস পুরো দেশের কণ্ঠস্বর।
এছাড়াও রাহুল এদিন মোদীকে নিশানা করে বলেন, দেশে কোটি কোটি যুবক বেকার রয়েছেন। কিন্তু বিজেপি সরকার কিছুই নিয়ন্ত্রণ করতে পারেনি৷ দেশের উন্নয়ন নিয়ে দিনরাত প্রচার করছে বিজেপি৷ রোজগার নেই, যোগা করার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ এদিন মোদীকে কটাক্ষ করে রাহুল আরও বলেন, একের পর এক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে মোদী জমানায়৷ এদিকে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তাও বিশ বাঁও জলে। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে মোদী জমানায়৷ আর এতকিছুর পরেও ক্ষমতার আশায় লড়ছে বিজেপি-আরএসএস।
পাশাপাশি রবিবারের প্লেনারি অধিবেশনে রাহুল জানান, কংগ্রেসের মত কেউ সত্যি বলে না৷ সংবিধান মেনে চলে কংগ্রেস৷ কিন্তু বিজেপি আরএসএস-এর উপর নির্ভরশীল৷ কংগ্রেস সভাপতি আরও যোগ করেন, আচ্ছে দিন, স্বচ্ছ ভারত একটা কাল্পনিক জগতের কথা। প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করেন সত্যির দিক থেকে নজর ঘুরিয়ে দিতে। সার্জিক্যাল স্ট্রাইক, যোগ দিবসের মতো বিষয়গুলি নিয়ে হইচই করেন।
শুধু এখানেই থেমে থাকেননি কংগ্রেস সভাপতি। ব্যাঙ্ক প্রতারণা কাণ্ড নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেন রাহুল। বলেন, নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর নামের মিল রয়েছে। এক মোদী আরেক মোদীকে জনতার টাকা পাইয়ে দেন। এদিন তাঁর মন্দিরে যাওয়া নিয়েও বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি। সোনিয়া তনয় বলেন, গুজরাটে অনেকে বলেন, আমি মন্দিরে যাই। আমি ভোটের অনেক আগে থেকেই বিভিন্ন মন্দিরে যাই। মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় আমি যাই।
এদিন রাহুল কর্মসংস্থান থেকে শুরু করে অমিত শাহ পুত্রের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়েও আক্রমণ করেন তিনি। বলেন, কোটি কোটি যুবকের রোজগার নেই। তাঁরা মোদী সরকারের উপর ভরসা করেছিলেন, কেন্দ্র তাঁদের ভরসা ভেঙে গিয়েছে। পাশাপাশি তিনি যোগ করেন, একদিকে রাফাল যুদ্ধবিমান, অন্যদিকে অমিত শাহের পুত্র, মাঝখানে মোদিজি আমেরিকা চলে গেলেন। এখানেই থেমে না থেকে ব্যাপম কেলেঙ্কারির ছায়া দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন। বলেন, ব্যাপম কেলেঙ্কারিকে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস সভাপতি আরও বলেন, পুরো বিশ্ব নোট বাতিলের সমালোচনা করেছে, আরএসএস-বিজেপি নিজের ত্রুটি মানতে চায় না। ওরা নিজেদের ভুল স্বীকার করবে না। পাশাপাশি রাহুল মনে করিয়ে দেন গব্বর সিং ট্যাক্সের জেরে বহু মানুষ কর্মহীন হয়েছেন।
Be the first to comment