
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বিহার সফরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেগুসরাইয়ে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারের নেতৃত্বে ‘বেকারত্বের প্রতিবাদে’ সোমবার মিছিলে হাঁটলেন লোকসভার বিরোধী দলনেতা।
কানহাইয়া কুমারের নেতৃত্বে ১৬ ই মার্চ থেকে শুরু হওয়া ‘পলায়ন রোকো, নৌকরি দো’ পদযাত্রার লক্ষ্য হল- বিহারের বেকারত্ব এবং জোরপূর্বক অভিবাসনের জোড়া সংকট তুলে ধরা। বিহার সরকারের বিরুদ্ধে বেকারত্ব ও অভিবাসনের মতো বিষয়ে জবাবদিহি দাবি করা এই কর্মসূচির উদ্দেশ্য। এদিন পোলো টি-শার্টে দেখা যায় কংগ্রেস নেতা রাহুলকে। তাঁর সাথে উপস্থিত ছিলেন কানহাইয়া কুমার এবং রাজ্য দলের সভাপতি রাজেশ কুমার সহ বেশ কয়েকজন দলীয় নেতারা।
সোমবার সকালে পাটনা থেকে বেগুসরাই পৌঁছান তিনি। যেখানে জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, সঙ্গে ছিলেন রাজেশ কুমার এবং দলের অন্যান্য সিনিয়র নেতৃত্বরা। ২০২৫ সালের জানুয়ারির পর থেকে এটি রাহুল গান্ধীর নির্বাচনমুখী বিহারে তৃতীয় সফর। বেগুসরাইয়ে তাঁর উপস্থিতি ২০২৫ সালের সাধারণ নির্বাচনের আগে যুব সমস্যা এবং কর্মসংস্থানের উপর কংগ্রেসের অব্যাহত মনোযোগের ইঙ্গিত দেয়। বিহার জুড়ে শত শত কিলোমিটার বিস্তৃত এই পদযাত্রায় ছাত্র, যুব গোষ্ঠী এবং নাগরিক সমাজের সদস্যদের উল্লেখযোগ্য অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
প্রসঙ্গত, এর আগে রাহুল গান্ধী চলতি বছরের ১৮ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি বিহারে এসেছিলেন। গত বিধানসভা নির্বাচন ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে হয়েছিল। এবারও বিহার বিধানসভার ২৪৩টি আসনের নির্বাচন চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগে এই যাত্রাকে কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনের প্রাক্কালে যুবকদের মধ্যে দলের প্রভাব বাড়াতে সাহায্য করবে। এই যাত্রা ১৪ এপ্রিল পাটনায় শেষ হবে বলে জানা গিয়েছে। যা বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীর সঙ্গে মিলে যায়। যা নির্বাচনের প্রাক্কালে এর গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে। বেগুসরায়ের পর রাহুল গান্ধী পাটনায় ‘সংবিধান সুরক্ষা সম্মেলন’-এ ভাষণ দেন, যেখানে তিনি সাংবিধানিক মূল্যবোধ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, রবিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানান, “আপনারা যে সমস্যার মুখোমুখি- বেকারত্ব, মূল্যবৃদ্ধি, পরীক্ষার পেপার ফাঁস, একের পর এক সরকারি চাকরি কমে যাওয়া এবং আপনাদের উপকার না করা বেসরকারিকরণ, এই সবই আমাদের এই অভিযানের কারণ। এটিকে বলা হয় ‘পলায়ন যাত্রা’। সাদা টি-শার্ট পরে আমাদের সঙ্গে যোগ দিন, যাতে সমগ্র বিহারের যুবকদের ভাবনা দেখতে পায় এবং বিহার সরকারের উপর চাপ সৃষ্টি হয়। আমরা বিহারের যুবশক্তিকে জাগিয়ে একটি নতুন বিহার গড়তে চাই।”
बिहार के युवाओं में जोश है, कुछ कर दिखाने का – और सरकार के ख़िलाफ़ आक्रोश है, उन्हें अवसर और समर्थन नहीं दिलाने का।
“पलायन रोको, नौकरी दो” यात्रा में आज बेगूसराय की सड़कों पर हज़ारों युवाओं की भावना, उनका कष्ट और संकल्प साफ़ दिखा।
बेरोज़गारी और पलायन के खिलाफ ये आवाज़ अब बदलाव… pic.twitter.com/jKAx8BFQD9
— Rahul Gandhi (@RahulGandhi) April 7, 2025
Be the first to comment