বুধবার কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সীর নির্বাচনী প্রচারে উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসভা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে সভা করলেন তিনি।
এদিন রাহুল বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ২০ শতাংশ গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৭২ হাজার টাকা দেবে। মোদী যদি চোরদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে আমরাও গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারি। পাশাপাশি মোদীকে কটাক্ষ করে রাহুল বলেন, আপনি অনিল আম্বানির চৌকিদারি করুন আমি গরিবদের সাহায্য করব। রাহুল আরও বলেন, চৌকিদারের চেহারা শুকিয়ে গেছে। তিনি দেশের চোখে চোখ মেলাতে পারছেন না। চৌকিদার আজকাল ভয় পাচ্ছে, ভাবছে তদন্ত হলে জেলে যাবে।
রাহুল আরও বলেন, ক্ষমতায় এলে রাফালের তদন্ত হবে। কাউকে ছাড়ব না, সবাই শাস্তি পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি। নীরব মোদি, বিজয় মাল্য সব চোরের পকেট থেকে টাকা নিয়ে আপনাদের দেব। মোদী একটি অনিল আম্বানির আর একটি গরিবের হিন্দুস্থান বানাতে চান। তবে কংগ্রেস ক্ষমতায় এসে সবার শিক্ষার ব্যবস্থা করবে, কারণ এটা সরকারের কাজ। আমরা ন্যায় যোজনা দেব।
পাশাপাশি এদিন ভাষণ চলাকালীন সভামঞ্চের পাশ থেকে AIIMS -র দাবি ওঠে। রাহুল বলেন, আপনাদের AIIMS-এর দাবিও ভেবে দেখা হবে।
Be the first to comment