দাউদ ইব্রাহিম সেজে বিধায়ককে ইমেল পাঠিয়েছিলেন তিনি। হুমকি দিয়ে দাবি করেছিলেন এক কোটি টাকা। অভিযোগ পেয়ে তক্কে তক্কে ছিল পুলিশ। আজ বুধবার, স্বাধীনতা দিবসের সকালে গুরগাঁও থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত রাহুলকুমার গৌরকে।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বালির বিধায়ক উমাশঙ্কর সিংহ রাসরার বাসিন্দা। তাঁর অভিযোগ, চলতি মাসের আট তারিখে তিনি একটি ইমেল পান। প্রেরক সেখানে নিজের পরিচয় দেন অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিম বলে, এবং দাবি করেন এক কোটি টাকা। সেই সঙ্গে বলে দেওয়া হয়, এটা তাঁর ‘জীবন-মরণের প্রশ্ন।’ এ-ও লেখা ছিল, টাকা না দিলে একটি বুলেটই যথেষ্ট হবে তাঁর জন্য। ইমেলের সঙ্গে ছিল একটি ছবিও। দাউদ ইব্রাহিমের।
পরের দিনই গোমতীনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই বিধায়ক। তদন্ত করে পুলিশ জানতে পারে, প্রেরকের নাম রাহুলকুমার গৌর। ওই মদ্যপ যুবকের ঋণ রয়েছে দশ লাখ টাকার। এর পর থেকেই টাকার জন্য নানা অসৎ উপায় খোঁজেন তিনি। ইমেল করে শহরের হাইপ্রোফাইল মানুষদের হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টাও তারই একটি।
Be the first to comment