শনিবার ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকবেন না তিনি। তা হলেও দিল্লি থেকেই এই সমাবেশকে সমর্থন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক চিঠিতে রাহুল মমতাদিকে সমর্থন জানিয়েছেন। তিনি লেখেন, মোদীর বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়েছে ৷ ভবিষ্যত ভারতের শুরু এখান থেকেই ৷ বাংলা সব সময় পথ দেখায় ৷ এবারেও তার অন্যথা হবে না। সত্যিকারের জাতীয়তাবোধ ও উন্নয়নই পারে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে। এর ফলে বিজেপি ও মোদীর অভিপ্রায় ধ্বংস হয়ে যাবে। আশা করি আমরা ঐক্যবদ্ধ ভারতের দৃঢ় বার্তা দিতে পেরেছি।
উল্লেখ্য, একসময় ব্রিগেড থেকে বাম শাসনের মৃত্যুঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার মোদী সরকারের মৃত্যুঘণ্টা বাজানোর ডাক দেওয়া হয়েছে। মমতার দাবি, ভোটে ১২৫ আসনেই থামতে হবে বিজেপিকে। রাশ থাকবে ছোট দলগুলির হাতেই। উনিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ হয়ে উঠতে চলেছে মোদি-বিরোধী শক্তিগুলির মঞ্চ।
Be the first to comment