মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে বুধাবার দুপুরে তাঁদের মধ্যে কথা হয়েছে।
প্রসঙ্গত, মমতা যখন দিল্লিতে এসেছিলেন তখন রাহুল কর্ণাটকের প্রচারে ব্যস্ত ছিলেন। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হলেও রাহুলের সঙ্গে দেখা হয়নি বাংলার মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য বুধবার দুপুরে মমতাকে ফোন করে রাহুল ইমপিচমেন্টের বিষয়ে মতামত জানতে চান। এই প্রস্তাব আনার জন্য শরদ পাওয়ার চাপ দিয়েছিলেন। সম্মতি জানিয়েছিল কংগ্রেসও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব দল চাইলে তৃণমূল কংগ্রেসও এই প্রস্তাবকে সমর্থন করবে। কিন্তু তৃণমূল এখনও সেই প্রস্তাবে সই না করায় মমতাকে ফোন করেন রাহুল গান্ধী।
তবে দীপক মিশ্রকে সামনে রেখে মমতা-রাহুলের এই কথোপকথন দুই দলের সমন্বয়কে জোরদার করবে বলেই মত রাজনৈতিক মহলের।
Be the first to comment