মঙ্গলবার সুকুমায় মাওবাদী হামলার ঘটনায় সরব হলেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেন, ছত্তিশগড়ের সুকমার মাওবাদী হামলায় ৯ সিআরপিএফ জওয়ানের নিহত হওয়া ট্র্যাজিক ব্যাপার। এর মধ্যে দিয়ে ভ্রান্ত নীতির জেরে অভ্যন্তরীণ নিরাপত্তার বেহাল দশা ফুটে উঠেছে।
এদিকে, কংগ্রেস আধাসামরিক বাহিনীর ওপর এদিনের হামলাকে নিরাপত্তাবাহিনীর ওপর উগ্রপন্থীদের নির্বিচার, নির্মম আঘাত বলেও তীব্র নিন্দা করে নিহত জওয়ানদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছে, জখমদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার তল্লাশি চালানোর সময় সুকমার কিসতারামে নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা। শক্তিশালী বিস্ফোরণে উড়ে যায় সিআরপিএফ-এর ২১২ নম্বর ব্যাটেলিয়নের গাড়ি। ঘটনাস্থলেই ৯ জওয়ান শহিদ হয়েছেন বলে সিআরপিএফের তরফে জানানো হয়েছে।
Be the first to comment