সামনেই কর্ণাটক নির্বাচন। প্রচারে ঝড় তুলছেন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। তবে তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটাই স্পষ্ট যে কেউ কাউকে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। বুধবারই কর্ণাটকে দেশের চাষীদের বেতন দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী মোদী ৷ আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বিজেপির বিরুদ্ধে সুর চরালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ বৃহস্পতিবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একটি রিপোর্ট কার্ডও ধরালেন কংগ্রেস সভাপতি ৷ আর তাতে গ্রেড দিলেন ‘F’ মানে ফেল ৷ দেশের চাষীদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ফেল করেছেন ৷ সেটি প্রধানমন্ত্রীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই ‘F’ গ্রেডের রিপোর্ট কার্ড ধরালেন রাহুল গান্ধী ৷
পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর ক্রপ ইনস্যুরেন্স স্কিমটির উল্লেখ করে রাহুল বলেন, এই স্কিমে চাষীদের কোনও উন্নতি হয়না ৷ উল্টে, ফুলে ফেঁপে উঠছে ইনস্যিউরেন্স কোম্পানিগুলি ৷
Be the first to comment