মোদীকে ‘স্বৈরাচারী’ বলে কটাক্ষ করলেন রাহুল

Spread the love

‘গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ কিন্তু কেউ মুখ খুলতে পারছেন না ৷ শুক্রবার ভূবনেশ্বরে এভাবেই নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ পাশাপাশি এদিন মোদীকে স্বৈরাচারী বলেও সমালোচনা করেন রাহুল ৷ তাঁর দাবি, কংগ্রেসই একমাত্র মানুষের কথা শোনে ৷

‘The Odisha Dialogue’-এ যোগ দিতে গিয়ে ভূবনেশ্বরে রাহুল বলেন, মোদী ভাবেন, তিনি সব জানেন ৷ অতএব ফিডব্যাকের কোনও জায়গাই নেই ৷ বিজেপি-র সঙ্গে আমাদের এটাই মূল পার্থক্য ৷

এছাড়াও এদিন বিজেপি ও ওড়িশার বিজেডি সরকারকে একাসনে রেখে কংগ্রেস সভাপতির বক্তব্য, দুই দলের নেতাই এক মডেল অনুসরণ করেন ৷ মডেলটি হল, গুজরাত মডেল ৷ একইসঙ্গে কংগ্রেসের মধ্যে পারফেক্ট সিস্টেম নেই বলেও স্বীকার করে নেন রাহুল। বলেন, অনেক সময়ই কংগ্রেসে শোরগোল হয়, কারণ, দলটিতে সকলের কথা শোনা হয় ৷ পিছিয়া পড়া সম্প্রদায়, দলিত, উপজাতি, মধ্যবিত্ত বা শিল্পপতি, সকলের বক্তব্য শোনে কংগ্রেস ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*