শুক্রবার অন্তর্বর্তী বাজেট। আর বাজেট অধিবেশনের একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবারই ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্ট প্রকাশ্যে আসায় প্রবল বিতর্ক সৃষ্টি হলো। এদিন ওই রিপোর্ট উল্লেখ করে মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন টুইটারে রাহুল জানান, জাতীয় নির্বাচনের আগে ৫ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো কিন্তু ৫ বছর প্রকাশ পেলো কর্মসংস্থানের এমন এক রিপোর্ট যা এককথায় জাতীয় বিপর্যয়। সোনিয়া তনয় আরও জানিয়েছেন, কেবলমাত্র ২০১৭-১৮ অর্থবর্ষেই ৬.৫ কোটি যুবক কর্মহীন। নরেন্দ্র মোদীর এবার চলে যাওয়ার সময় এসে গিয়েছে।
উল্লেখ্য, ২০১৭-১৮ আর্থিক বছরে ভারতের বেকারত্ব বেড়েছে ৬.১ শতাংশ। দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভের সমীক্ষা অনুযায়ী নোটবন্দির পর ভারতে বেকারত্ব বেড়েছে উল্লেখযোগ্য হারে ৷ গত ৪৫ বছরে এত বেকার তৈরি হয়নি এ দেশে।
তবে চুপ থাকেনি বিজেপিও। রাহুলের টুইটের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। বিজেপির দাবি গত ১৫ মাসে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিজেপি টুইট করে জানায়, রাহুল গান্ধী মুসোলিনির মতোই অদূরদর্শী ও যে কোনও বিষয় নিয়েই তাঁর বোধশক্তি বেজায় দূর্বল। রাহুল নিজে কোনও দিন সঠিক কাজ করেননি ও সেইজন্যই এমন ফেক নিউজ ছড়াচ্ছেন।
Be the first to comment