আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুলের অভিযোগ, ক্ষমতায় আসতে নিজের মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী ৷
ট্যুইটারে রাহুল লিখেছেন, ‘ক্ষমতায় আসার জন্য নিজেকে শক্তিশালী দেখাতে মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী ৷ যা তাঁর সবথেকে বড় শক্তি ছিল ৷ কিন্তু এখন সেটাই দেশের সবথেকে বড় দুর্বলতা ৷’
রবিবারই কংগ্রেসের তরফে ফের অভিযোগ তোলা হয়, এখনও লাদাখে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৮ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চিনের সেনা ৷ ভারত সরকার এই দখলদারি মেনে নিয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷
তবে শুধু চিন- ভারত সীমান্ত উত্তেজনাই নয়, দেশের করোনা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিয়মিত আক্রমণ করছেন রাহুল গান্ধী ৷ রবিবার ট্যুইটারে তিনি অভিযোগ করেছিলেন, ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে৷ কটাক্ষ করে তিনি বলেন, মিথ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিজেপি ৷
Be the first to comment