মিথ্যে কথা বলেছেন নির্মলা সীতারমন ৷ বরাতের অর্থ বাড়িয়ে দেখিয়েছেন তিনি ৷ সোমবার সংসদে এভাবেই প্রতিরক্ষামন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের দাবি, সোমবারও মিথ্যে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ কারণ, পাইপলাইনে যে বরাতের কথা বলা হচ্ছে, তার অনেকগুলিই টেকনিক্যাল কমিটির বিচার্য বিষয় ৷ তবে সেগুলিকে কীভাবে বরাত বলছে মোদী সরকার? পাশাপাশি সোনিয়া তনয় আরও অভিযোগ করে বলেন, মোদী সরকার আসলে হ্যালকে দুর্বল করে দিতে চাইছে ৷ যাতে সংস্থার কর্মীরা রাফালের বরাত পাওয়া মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পপতির সংস্থায় কাজ করতে যেতে বাধ্য হন ৷
অন্যদিকে নির্মলা সীতারমন এদিন তথ্য পেশ করে দাবি করেন, তিনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে হ্যালকে ২৬ হাজার ৫৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে । আরও ৭৩ হাজার কোটি টাকার বরাত পাইপলাইনে আছে । তথ্য দিয়ে প্রমাণ করলাম । এবার তা হলে কার পদত্যাগ করা উচিত?
Be the first to comment