২০১৪-র পরাজয় আমাকে অনেক কিছু শিখিয়েছেঃ রাহুল গান্ধী

Spread the love

মোদীর বিজয় রথ থামিয়ে দিলেন তিনি ৷ মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হতেই একের পর এক বুথে এগিয়ে যায় হাত চিহ্ন ৷ দিন গড়াতেই প্রধানমন্ত্রীর কপালের ভাঁজ আরও বাড়িয়ে চওড়া হল কংগ্রেসের হাসি ৷ সাংবাদিক সম্মেলনে সেই কংগ্রেস সভাপতি আজ অনেক সংযত, অনেকটাই ধীর-স্থির ৷

এদিন জয়ের পর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, ‘‘এই জয় সকলের ৷ তিন রাজ্যে আমরা বিজেপিকে হারিয়েছি ৷ এই জয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের ৷ এই জয় দেশের যুব সম্প্রদায়ের ৷ বদলের সময় এসে গিয়েছে ৷ সকলকে এবার এক হয়ে লড়তে হবে ৷ যত সময় গড়াচ্ছে মোদি বিরোধী জোট ক্রমেই শক্তিশালী হচ্ছে ৷ প্রতিশ্রুতি পালনে ব্যর্থ প্রধানমন্ত্রী ৷ যুবসমাজের জন্য কর্মসংস্থান হয়নি ৷ কৃষকদের জন্য কিছু করেননি মোদি ৷ তিন রাজ্যেই বিজেপিকে হারিয়েছে আমরা ৷’’

পাশাপাশি আত্মসমীক্ষা করতেও ভোলেননি রাহুল ৷ বলেন, ‘‘গতকালই আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম ৷ তখন তাঁকে বললাম, ২০১৪-র হারটাই আমার জন্য শ্রেষ্ঠ ৷ ওই পরাজয় থেকে আমি অনেক কিছু শিখেছি ৷ কী ভাবে চিন্তা-ভাবনা করা উচিত আমি শিখেছি ৷ অহঙ্কারমুক্ত কী ভাবে থাকতে হয়, তা শিখেছি ৷ ভারত মহান দেশ ৷ আর এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের মানুষ কী ভাবছে ৷ আর একজন রাজনীতিবিদ হিসাবে সেই মানুষগুলো কী চাইছে সেটা বোঝাই আসল কাজ ৷ দেশবাসীর সেন্টিমেন্ট বুঝে কাজ করাটাই এখানে প্রধান ৷’’

শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রীকে সাবধানে কটাক্ষ করতেও ছাড়েননি রাহুল ৷ বলেন, ‘‘সত্যি কথা বলতে কী, এগুলো আমাকে নরেন্দ্র মোদিই শিখিয়েছেন ৷ বুঝেছি, কী কী কাজ করা উচিত নয় ৷ ওঁনার একটা দূর্দান্ত সুযোগ ছিল ৷ ৫ বছর আগে উনি যেটা পেয়েছিলেন ৷ কিন্তু একজন বিরোধী নেতা হয়েও এটা ভেবে তাঁর জন্য খারাপ লাগে যে, উনি দেশের মানুষের হৃদয়ের কথা শুনতে চাননি ৷’’

অনেকেই প্রশ্ন করছেন, নির্বাচনের আগে যে ইভিএম সমস্যার কথা রাহুল গান্ধি বলেছিলেন, তিন রাজ্যে এই জয়ের পর সেই ‘ইভিএম ইস্যু’ কী একই রকম থাকছে?

সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তরে সোজাসুজি রাহুল গান্ধি জানান, ‘‘সব দেশেই ইভিএমে সমস্যা, ইভিএম নিয়ে অবস্থান বদল করছি না ৷’’ রাহুল বলেন, ‘‘ইভিএমের সমস্যা শুধু এদেশে নয়, এটা বিশ্বের সমস্যা ৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*