রোজদিন ডেস্ক :- শুক্রবার ২৯ নভেম্বর দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দপ্তরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খড়গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কে.সি বেনুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক মনু সিংভি, অম্বিকা সোনি, রণদীপ সিং সুরজেওয়ালা সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। এই বৈঠকে সংসদের ভিতরে ও বাইরে দেশের গুরুত্ত্বপূর্ন বিষয় নিয়ে দলের রণকৌশল আলোচনা হয়।
Related Articles
হেমন্তর শপথে রাঁচিতে মমতা সহ গোটা ‘ইন্ডিয়া
Spread the loveরোজদিন ডেস্ক :- বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বৃহস্পতিবার বিকালে ঝাড়খণ্ডের ১৪-তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা […]
“আদানির জেলে থাকা উচিত, কিন্তু সরকার তাঁকে রক্ষা করছে”, আদানি ইস্যু ফের সরব রাহুল
Spread the loveরোজদিন ডেস্ক:- আদানি ইস্যুতে আবারও সরব হলেন দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবাার সংসদ চত্বরে তিনি বলেন, “আদানির জেলে থাকা উচিত, কিন্তু সরকার তাঁকে রক্ষা করছে”। ঘুষকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির […]
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে মাল্লিকার্জুন খারগের দ্বিতীয় বর্ষপূর্তি হলো
Spread the loveরোজদিন ডেস্ক :- আজ মাল্লিকার্জুন খারগের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বার্ষিকী। এই শুভ উপলক্ষে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস কর্মসমিতির সদস্য অধীর রঞ্জন চৌধুরী মোল্লিকার্জুন খারগের নতুন দিল্লির […]
Be the first to comment