ফাইল ছবি,
বৃহস্পতিবার আমেথিতে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুলের বিরুদ্ধে কৃষকরা জমি দখলের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য তাঁরা যে জমি দিয়েছিলেন, তা অবিলম্বে ফেরত দেওয়া হোক। পাশাপাশি রাহুল ইতালিতে ফিরে যান এই দাবিও তোলা হয়। এদিন আমেথির গৌরীগঞ্জ শহরে জড়ো হয়ে কৃষকরা চাকরি দেওয়ার দাবিও তোলেন।
উল্লেখ্য, বুধবার থেকে আমেথিতে প্রচার শুরু করেছেন রাহুল। রাজীব গান্ধীর উদ্বোধন করা সম্রাট সাইকেল ফ্যাক্টরির সামনে এদিন বিক্ষোভের মুখে পড়লেন রাহুল।
Be the first to comment