সরকার পক্ষের কেউই কথা শুনতে চান না ৷ তাই সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য বিরোধীরাই আলাদা করে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিরোধীরা সকলে একজোট রয়েছেন ৷ মঙ্গলের প্রাতঃরাশ বৈঠক নিয়ে এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে ৷ পেগাসাস কাণ্ড থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, কিংবা কৃষক আন্দোলন ৷ বিরোধীদের অভিযোগ, কোনও ইস্যুতেই তাঁদের কোনও প্রশ্নের জবাব দিচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার ৷ আর সেই কারণেই চলতি বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে সংসদে বিরোধীদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করতে এদিন একটি প্রাতঃরাশ বৈঠকের ডাক দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ ১৭ টি বিরোধী দলের প্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানানো হয় ৷ বৈঠকে সেরে রাহুলের নেতৃত্বেই সাইকেলে সংসদে পৌঁছন বিরোধীরা ৷
এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাজ্যসভা ও লোকসভার বিরোধী বিভিন্ন দলের সাংসদদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল ৷ লক্ষ্যণীয় বিষয় হল, আমন্ত্রিত ১৭ টি দলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি বাদে বাকি সমস্ত দলের প্রতিনিধিরাই বৈঠকে হাজির হন ৷
পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আলোচনায় যোগ দিতে পৌঁছে যান সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় ৷ প্রাতঃরাশ বৈঠকের পর রাহুল গান্ধীর নেতৃত্বে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন বিরোধী সাংসদরা ৷ মূলত পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷ বিরোধীদের এই অভিনব প্রতিবাদ নজর কাড়ে সকলের ৷
প্রসঙ্গত, পেগাসাস কাণ্ড সামনে আসার পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত বিরোধীরা ৷ তাঁদের অভিযোগ, সংবিধানের তোয়াক্কা না করেই নাগরিকদের ব্যক্তিগত পরিসরে উঁকি মারছে কেন্দ্র ৷ ব্য়ক্তি স্বাধীনতা এবং ব্য়ক্তি নিরাপত্তার অধিকারকেও উপেক্ষা করা হচ্ছে ৷ অভিযোগ, ইজরায়েলি স্পাইওয়্য়ার পেগাসাস ব্যবহার করে ভারতের বহু হেভিওয়েট ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী প্রমুখের উপর নজরদারি চালানো হয়েছে ৷ যার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন বিরোধীরা ৷ এই বিষয়ে সংসদে আলোচনার জন্য লাগাতার চাপও দেওয়া হচ্ছে তাঁদের পক্ষ থেকে ৷
কিন্তু, সরকারের দাবি, এটা কোনও ইস্যুই নয় ৷ ফলে এই নিয়ে দড়ি টানাটানি চলছেই ৷ সেক্ষেত্রে আগামী দিনগুলিতে সংসদের অন্দরে বিরোধীদের ভূমিকা কী হয়, সেই রণকৌশল নিয়ে আলোচনা করতেই এদিন প্রাতঃরাশ বৈঠকের ডাক দেন রাহুল ৷
Be the first to comment