দেশের জন্য বাবার অবদান কোনওদিন মিথ্যে হবে না, ‘সেক্রেড গেমস’ বিতর্কে নিরুত্তাপ রাহুল

Rahul Gandhi speaks at an event In Singapore March 8, 2018. Picture taken March 8, 2018. REUTERS/Thomas White
Spread the love
অবশেষে ‘সেক্রেড গেমস’-র বিতর্ক নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ বলেন, ‘কে কী বলল ৷ তাতে আমার বাবা (রাজীব গান্ধী)-র দেশের প্রতি যা অবদান রয়েছে ৷ তা কখনও কমে যাবে না ৷’
এই প্রসঙ্গে টুইটারে কংগ্রেস সভাপতি বলেন, ‘বাক স্বাধীনতা প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ সেই অধিকার খর্ব করা উচিত নয় ৷ আমার বাবা দেশের আজীবন দেশের জন্য কাজ করেছেন এবং দেশের জন্যই প্রাণত্যাগ করেছেন ৷ এই বিষয়টি কোনওদিন মিথ্যে হবে না একটি কাল্পনিক ওয়েব সিরিজের জন্য ৷’
নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছিল ৷ এমনকী, নেটফ্লিক্স নিয়ে মামলা গড়িয়েছিল দিল্লি হাইকোর্ট অবধি ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে ৷ এমনকী, ওয়েব সিরিজে অপমান করা হয়েছে রাজীব গান্ধিকে। সেই অভিযোগ এনেই ওই সমস্ত বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে হাইকোর্টে মামলা দাখিল করা হয় ৷ প্রসঙ্গত, রাজীব গান্ধিকে অপমান করার অভিযোগে গিরিশ পার্ক থানায় নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক কংগ্রেস নেতা ৷
একইসঙ্গে এই প্রসঙ্গে আরএসএসকেও খোঁচা দিলেন রাহুল গান্ধী ৷ বলেন, ‘বিজেপি কিংবা আরএসএস মনে করে বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত হওয়া উচিত ৷ কিন্তু আমার কাছে বাক স্বাধীনতা মানে তা নয় ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*