শিলচরে তৃণমূল সাংসদদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিলঃ রাহুল সিনহা

Spread the love
শিলচর বিমানবন্দরে তৃণমূল সাংসদের হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এপ্রসঙ্গে BJP নেতা রাহুল সিনহা স্পষ্ট জানালেন, তৃণমূল সাংসদদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল।
ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল সিনহা বলেন, “শান্ত অসমে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিতে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ দল ওখানে পৌঁছেছে তাদের আটকে যথাযথ কাজ করেছে অসম পুলিশ। আমি তো মনে করি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এ রাজ্যে ধূলাগড়, বীরভূম, বসিরহাটে দাঙ্গা হল। যেখানে যেখানে দাঙ্গা হয়েছে সেখানে BJP MP-দের ঢুকতে দেওয়া হয়নি। সেটা ভুলে গেলেন। এই তো মাত্র ক’দিন আগের ঘটনা। যারা অন্য পার্টির সাংসদদের ঢুকতেই দিল না, আজ তারা বড় বড় কথা বলছে। আমি মনে করি, ভারতবর্ষে যেসকল উদ্বাস্তু, শরণার্থী এসেছে তাদের বিষয়ে ভাবা ভারত সরকারের কর্তব্য। এবং যারা বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করেছে তাদের দেশ থেকে বিতাড়ন করার কাজ শুরু হওয়া উচিত। এটাই নৈতিক কর্তব্য। অসম পুলিশ ঠিক কাজ করেছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*