প্রতিটি সভায় লাঠি নিয়ে আসুনঃ রাহুল সিনহা

Spread the love

ফাইল ছবি,

এবার থেকে প্রতিটি সভায় লাঠি নিয়ে সভায় আসুন। বুধবার দলের কর্মী- সমর্থকদের এমনই নির্দেশ দিলেন, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা। এদিন বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বাংলায় দুটো সভা আছে। প্রথমটি হবে ঠাকুরনগরে। দ্বিতীয়টি হবে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। সেই সভাতে আমাদের যেসব কর্মী-সমর্থকরা যাবেন তাঁরা সঙ্গে করে লাঠি নিয়ে যাবেন। এখন থেকে যতদিন তৃণমূল সরকার আছে ততদিন কোনও সভায় যাওয়ার আগে লাঠি সঙ্গে করে নিয়ে যেতে হবে। আত্মরক্ষার জন্যে নিজেদের কাজে লাঠি রাখতে হবে।

পাশাপাশি তিনি মনে করিয়ে দেন এইভাবে পুলিশের মার দিনের পর দিন মুখ বুজে সহ্য করা যায় না।

আর এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে একদিকে রাহুল সিনহা বলছেন নিজেদের আত্মরক্ষার্থে সঙ্গে লাঠি রাখতে। কিন্তু অন্যদিকে তিনিই আবার বলছেন পুলিশের মার আর মুখ বুঝে সহ্য করা যাবে না। তবে কী তিনি পুলিশকেই পাল্টা দিতে বলছেন? উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*